বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চলমান টেস্টের দ্বিতীয় দিনে আইসিসির আচরণবিধির লেভেল ১ ভঙ্গ করায় তাসকিন আহমেদ ও বেসিং মুজারাবানিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এ তথ্য নিশ্চিত করেছে।
এতে বলা হয়, দুই পেসার আইসিসির খেলোয়াড় আচরণবিধির ২.১.১২ ধারা ভেঙেছেন, যা আন্তর্জাতিক ম্যাচে কোনও খেলোয়াড়, সাপোর্ট পার্সনেল, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্য কোনও ব্যক্তির সঙ্গে অশোভনীয় অঙ্গভঙ্গি সম্পর্কিত।
এছাড়া দুই খেলোয়াড়ের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম ইনিংসের ৮৫তম ওভারে সময় ঘটনাটি ঘটে। মুজারাবানির করা একটি বাউন্সার ছেড়ে দিয়ে তাসকিন নাচের মতো ভঙ্গি করেন। এরপর দুই খেলোয়াড় এক অপরের দিকে তেড়ে যান এবং তাসকিন তার হেলমেট মুজারাবানির মুখে লাগিয়ে তর্কযুদ্ধে জড়িয়ে পড়েন।
আরও পড়ুন: মাহমুদউল্লাহ-তাসকিনের বীরত্বে ৪৬৮ রানে থামল বাংলাদেশ
উভয় খেলোয়াড়ই দোষ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন।
অনফিল্ড আম্পায়ার মারাইস এরাসমুস ও ল্যাংটন রুজেরে, থার্ড আম্পায়ারা ইকনাউ চাবি ও ফোর্থ অফিসিয়াল ফোরস্টার মুতিজওয়া তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন ।
এদিকে, হারারেতে তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ২৩৭ রানে এগিয়ে রয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ১৫০, লিটন দাসের ৯৫, তাসকিনের ৭৫ ও মুমিনুল হকের ৭০ রানে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৬৮ রান করে।
জবাবে জিম্বাবুয়ে ২৭৬ রানে গুটিয়ে যায়। মেহেদী হাসান মিরাজ পাঁচ এবং সাকিব আল হাসান চার উইকেট শিকার করেন। তৃতীয় দিনের শেষ সেশনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৪৫ রান করেছে।
আরও পড়ুন: হারারে টেস্ট: লিটন-রিয়াদের দৃঢ়তায় প্রথম দিন শেষে স্বস্তি