ফুটবল বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করে নিতে কাতার চ্যারিটিসহ কাতারের আরও সরকারি-বেসরকারি সংস্থা ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে ও কয়েকটি এতিমখানায় 'ফান জোন' স্থাপন করেছে।
ফান জোনে প্রতিদিন বড় স্ক্রিনে সরাসরি খেলা দেখানো হচ্ছে এবং আয়োজন করা হয়েছে প্রীতি ফুটবল ম্যাচও।
রবিবার ধামরাই উপজেলার কালামপুরে একটি অরফান কেয়ার সেন্টারের সুসজ্জিত ফান জোনে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২২: মেসির গোলে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে আর্জেন্টিনার জয়
এতিম শিশুরা চারটি টীমে বিভক্ত হয়ে খেলায় অংশ নেয়। আট শতাধিক এতিম শিক্ষার্থী বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে খেলা উপভোগ করে।
এছাড়া এতিম শিশুদের জন্য এখানে সরাসরি খেলা দেখানোরও ব্যবস্থা করা হয়েছে।