শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব-১৭ বালক এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব-১৭ বালিকা উভয় টুনামেন্টে জেলা চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর পৌরসভা।
রবিবার বিকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শেরপুর পৌরসভা দলের মেয়েরা ৩-০ গোলে নকলা উপজেলা দলকে এবং ছেলেরা ১-০ গোলে ঝিনাইগাতী উপজেলা দলকে পরাজিত করেছে।
বালকদের বঙ্গবন্ধু গোল্ডকাপে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শেরপুর পৌরসভা দলের স্ট্রাইকার রকি ইসলাম প্রথমার্ধের ১৭ মিনিটের মাথায় ফাঁকায় বলে পেয়ে ঝিনাইগাতী উপজেলা দলের জালের বল ঠেলে দিয়ে খেলার একমাত্র গোলটি করেন। পরবর্তীতে উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও দুই দলের আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় আর কোন গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেরপুর পৌরসভার খেলোয়াড়রা।
এর আগে একই মাঠে অনুষ্ঠিত বালিকাদের বঙ্গমাতা গোল্ডকাপে একতরফা খেলে শেরপুর পৌরসভা দল ৩-০ ব্যবধানে নকলা উপজেলা দলকে পরাজিত করে। শেরপুর পৌরসভার পক্ষে মিডফিল্ডার লিমু ২৩ মিনিটে, আক্রমণভাগের রাজুমনি ৩৬ মিনিটে এবং মিডফিল্ডার ভাবনা আক্তার ৪১ মিনিটে গোল ৩টি করেন।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় জেলা ফুটবল দলের গোলরক্ষক সাফায়াতের মৃত্যু