বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেভাবে চেয়েছিল শ্রীলঙ্কা সরকার সেসব সুবিধা সরবরাহ করতে রাজি না হওয়ায় বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার প্রস্তাবিত তিন ম্যাচের টেস্ট সিরিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় শ্রীলঙ্কা সরকারের জারি করা নিয়মের ফলে এই সিরিজের ভাগ্য অনির্ধারিত হয়ে পড়েছে।
টেস্ট সিরিজটি মূলত জুলাই-আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, কোভিড-১৯ পরিস্থিতির কারণে সেটি পিছিয়ে অক্টোবর-নভেম্বর মাসে নির্ধারণ করা হয়।
সরকারি নিয়ম অনুযায়ী, কোভিড-১৯ আক্রান্ত কিনা তা খতিয়ে দেখতে শ্রীলঙ্কায় প্রবেশকারী প্রত্যেক ব্যক্তিকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে বিসিবি চেয়েছিল সফরে গিয়ে সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাদের স্বাস্থ্য বিভাগের কাছে বিসিবির এই প্রস্তাব পাঠালেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি সংশ্লিষ্টরা।