চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে শনিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ওয়ারিয়র্সকে ১৫ রানে পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রেখেছে রাজশাহী রয়্যালস।
লিগে এটি ছিল রয়্যালসের পঞ্চম জয়। প্লেঅফ যাওয়া নিশ্চিত করতে আরও চার পয়েন্ট দরকার তাদের। অন্যদিকে, লিগে পঞ্চমবারের মতো পরাজিত হলো ওয়ারিয়র্স।
২০ ওভারে ৪ উইকেটের ব্যবধানে রয়্যালসের করা ১৯০ রানের জবাব দিতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রানেই গুটিয়ে যায় ওয়ারিয়র্স।
কুমিল্লার হয়ে এ ম্যাচে সর্বোচ্চ এবং বিপিএলে নিজের দ্বিতীয় অর্ধশতক করেন সৌম্য সরকার। ৫টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৮৮ রান করেন তিনি। গত ৪ বছরের মধ্যে বিপিএলে এটি ছিল সৌম্যের প্রথম অর্ধশতক। কিন্তু তার এ নৈপুণ্য দলের কোনো উপকারে আসেনি।
আগামী ৩০ ডিসেম্বর ঢাকা প্লাটুনের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী রয়্যালস। আর ৩১ ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স। দুটি ম্যাচই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।