মঙ্গলবার ব্রিসবেনে চার ম্যাচের বোর্ডার গাভাস্কার সিরিজের শেষ ম্যাচের শেষ দিন ১৮ বল বাকি থাকতে তিন উইকেটে জয় পায় অজিঙ্কা রাহানের দল। এর মধ্য দিয়ে চার ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল বিরাট কোহলিবিহীন ভারত।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে ৮ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরাল ভারত
ভারতের লজ্জার রেকর্ড: মাত্র ৩৬ রানে অলআউট
এর আগে সোমবার ম্যাচের চতুর্থ দিন ৩২৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৪ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে ভারত। মঙ্গলবার ম্যাচের শেষ দিন দুর্দান্ত শুরু করে তারা। দলীয় ১৮ রানে রোহিত শর্মা ফিরে গেলেও দ্বিতীয় উইকেট জুটিতে ১১৪ রানের পার্টনারশিপ করেন চেতেশ্বর পূজারা ও শুবমান গিল।
ব্যক্তিগত ৯১ রানে গিল ফিরে গেলে পূজারার সাথে জুটি বাঁধেন রাহানে। ভারতীয় অধিনায়ক ব্যক্তিগত ২৪ রানে আউট হন। পরে ক্রিজে নামে ঋষভ পন্ত।ব্যক্তিগত ৫৬ রানে পূজারা আউট হয়ে গেলেও পন্ত দারুণ খেলতে থাকেন। শেষ পর্যন্ত ৮৯ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। অজি পেসার প্যাট কামিন্স ৪ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ জার্সি পরবে টাইগাররা
সম্মিলিত সিদ্ধান্তে দলের বাইরে মাশরাফি: প্রধান নির্বাচক
এর আগে শুক্রবার প্রথম টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে তারা ৩৬৯ রান করে অলআউট হয়। পরে ভারত তাদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে ৩৩৬ রান করে অলআউট হয়। প্রথম ইনিংস শেষে ৩৩ রানের লিডে থাকে অজিরা। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২৯৪ রান করে অলআউট হয়।
ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন দলের জয়ে বড় ভূমিকা রাখা ভারতীয় উইকেট রক্ষবক ব্যাটসম্যান ঋষভ পান্ত। তবে সিরিজ সেরা হয়েছেন অস্ট্রেলীয় পেসার প্যাট কামিন্স।