এ নিয়ে নড়াইল জেলায় শনিবার পর্যন্ত মোট ৮৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনায় আক্রান্ত মাশরাফি পরিবারের সদস্যরা হলেন- বঙ্গবন্ধু স্কোয়াড নড়াইলের সভাপতি ও মাশরাফির বাবা গোলাম মোর্তুজা স্বপন, মা হামিদা মোর্তজা বলাকা, মামী কামরুন্নাহার কুহু এবং ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়া।
বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন বলেন, নতুনদের মধ্যে নড়াইল সদর উপজেলায় ১৯ জন, কালিয়া উপজেলায় ৩ জন ও লোহাগড়া উপজেলায় একজনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সংসদ সদস্য মাশরাফি বিন মূর্তজার বাবা মোর্তুজা স্বপনসহ তার পরিবারের চারজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন বলেন, নড়াইল জেলায় এ পর্যন্ত জেলার পুলিশ সুপারসহ ২৭ জন পুলিশ সদস্য, ২৯ জন সেনা সদস্য ও ১৬ জন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে নড়াইলের পুলিশ সুপার ও ১২ চিকিৎসকসহ ৫৬৪ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন এবং ১২ জন মারা গেছেন।
সিভিল সার্জন আরও বলেন, আক্রান্তদের মধ্যে ২৫ জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন।
উল্লেখ্য, মাশরাফি গত ১৯ জুন করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলেন। পরদিন তার ফল আসে পজিটিভ। আক্রান্ত হওয়ার পর বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি। মাঝে পরীক্ষা করিয়েও পজিটিভ ফল পাওয়া যায়। এরপর গত ১২ জুলাই আবার নমুনা সংগ্রহ করা হয় এবং ১৪ জুলাই রাতে কোভিড-১৯ নেগেটিভ ফল পাওয়া যায়। এছাড়া মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি এবং ছোট ভাই মোরসালিন বিন মোর্তুজা সিজার করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন।