কোয়ারেন্টাইন নীতির কারণে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে অংশ নিতে পারছেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন আচরণে হতাশা প্রকাশ করেছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
বাবা-মায়ের অসুস্থতার কারণে গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরেছিলেন মুশফিক। ২০ জুলাই থেকে মুশফিকের জৈব সুরক্ষা বলয়ে যাবার প্রয়োজন ছিল। কিন্তু তিনি ২২ জুলাই থেকে তিনি প্রস্তুত ছিলেন। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সাথে যোগাযোগ করেছিল। কিন্তু সিএ মুশফিক ইস্যুতে কোনো ছাড় দিতে রাজি হয়নি।
শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘মুশফিকের বায়ো বাবল নিয়ে অস্ট্রেলিয়ার কঠোর অবস্থানের কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না।’
পড়ুন: ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া দল
তিনি বলেন, ‘আমি মনে করি ১০ দিনের কোয়ারেন্টাইন যথেষ্ট ছিল। এটা নিয়ে তারা যে অবস্থান নিয়েছে তা খুবই হতাশাজনক। আমরা বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি এবং এটি অন্য এক বা দুজন তরুণ খেলোয়াড়ের নিজেদের প্রমাণের সুযোগ। মুশফিক এবং লিটনের অনুপস্থিতি আমাদের জন্য নিশ্চিত ক্ষতি, কিন্তু তাদের জায়গায় আমরা একটি ভালো স্কোয়াড এবং কিছু ভালো খেলোয়াড় পেয়েছি।’
আগামী ৩ আগস্ট থেকে দু’দলের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। বাকি ম্যাচগুলো যথাক্রমে ৪, ৬, ৭ এবং ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। সব ম্যাচ শেরে–ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।