মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীমের অসাধারণ এক সেঞ্চুরিতে ২৪৭ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা।
এই ফরম্যাটে এটি মুশফিকের অষ্টম সেঞ্চুরি। তামিম ইকবাল (১৩) ও সাকিব আল হাসান (৯) এর পরে ওয়ানডেতে টাইগারদের হয়ে তিনি এখন তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন দেশের দুই সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
আরও পড়ুন: প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জিতল টাইগাররা
এরপর ৩৪ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার লিটন কুমার। মোহাম্মদ মিঠুনের পরিবর্তে ব্যাটিংয়ে নেমে ১২ বলে ১০ রান করে আউট মোসাদ্দেক হোসেন সৈকত।
দলীয় ৭৪ রানে চার ব্যাটসম্যান আউট হওয়ার পর হাল ধরেন মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
পঞ্চম উইকেটে তারা ৮৭ রান যোগ করেন। কিন্তু মাহমুদউল্লাহ ফিরে গেলে আফিফ হোসেন (১০) ও মেহেদী হাসান মিরাজ (০) সুবিধা করতে পারেন নি।
শেষ পর্যন্ত মুশফিকের ১২৫ (১২৬) রানের ইনিংসে ভর করে ৪৮.১ ওভারে সব উইকেটে হারিয়ে ২৪৬ রানের লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৩ রান করেছে লঙ্কানরা।