সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী বিশ্বখ্যাত আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি ও তার তিন সতীর্থ করোনায় আক্রান্ত হয়েছেন।
রবিবার প্যারিসের ক্লাব পিএসজির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল সোমবারই ফ্রেঞ্চ কাপে মেসিদের ম্যাচ ছিল ভেনেস অলিম্পিক ক্লাবের বিপক্ষে। তার আগে খেলোয়াড়দের নিয়মিত আরটি-পিসিআর টেস্ট করানো হয় পিএসজির পক্ষ থেকে। তাতেই দেখা যায়, মেসিসহ মোট চারজন ফুটবলার করোনায় আক্রান্ত।
করোনা আক্রান্ত বাকি তিনজন হলেন- লেফট ব্যাক হুয়ান বার্নাট, ব্যাকআপ গোলরক্ষক সার্জিও রিকো এবং ১৯ বছর বয়সী মিডফিল্ডার নাথান বিটুমাজালা।
সঙ্গে সঙ্গে চারজনকেই আইসোলেশনে পাঠানো হয়েছে এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
শনিবার রাতেই প্রথম একটি বিবৃতিতে পিএসজি জানিয়েছিল, তাদের একজন সাপোর্টিং স্টাফের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। কিন্তু ওই সময় কারো নাম প্রকাশ করা হয়নি। পরে আজ আরও একটি বিবৃবিতে দলের মেডিকেল আপডেট জানানো হয়। সেখানেই মেসিসহ চার ফুটবলারের করোনা আক্রান্তের খবর দেয়া হলো।
আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি
কানাডার ৬ প্রদেশে রেকর্ড করোনা শনাক্ত
সুনামির মতো ছড়িয়ে পড়ছে ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থা