অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কার পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, বৃষ্টির সম্ভাবনা কম থাকায় ইউএইতে বসছে এবারের এশিয়া কাপ।
সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) জানিয়েছে, চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয়। তাই ভেন্যু পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নেই।
তবে এসিসি এখনো আনুষ্ঠানিকভাবে ভেন্যু ঘোষণা করেনি।
২০২২ সালের এশিয়া কাপ টি-টোয়েন্টি সংস্করণে হবে। পাঁচটি দল-আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এবারের এশিয়া কাপে অংশ নেয়ার কথা রয়েছে।