ছয় জাতির সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা একেবারেই ভালো হয়নি।চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ০-৩ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আঞ্চলিক যুব ফুটবলের প্রথম গ্রুপ বি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ম্যাচের প্রথম মিনিটেই চোখের পলকে ভারতের হয়ে প্রথম গোলটি করেন গৌমসার গৌরি (১-০)।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৫ মিনিট) নাওবা মেইতেই পাঙ্গামাম ভারতীয় ব্যবধানকে দ্বিগুণ করে (২-০) গোলে ম্যাচে আধিপত্য বিস্তার করে।
ভারতের হয়ে অর্জুন সিং ৯০তম মিনিটে তৃতীয় গোল করে (৩-০) গোলের ব্যবধান করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন।
আরও পড়ুন: আফগানদের মুখোমুখি হতে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দল
একই ভেন্যুতে শনিবার (২৩ সেপ্টেম্বর) গ্রুপের বাকি ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এর আগে প্রতিবেশী ভারত ও ভুটানের সঙ্গে আঞ্চলিক যুবকদের 'বি' গ্রুপে ছিল বাংলাদেশ।
স্বাগতিক নেপাল, মালদ্বীপ ও পাকিস্তান ২১ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ '২০২৩-এর 'এ' গ্রুপে রয়েছে।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল ২৭ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে এবং ফাইনাল ম্যাচটি ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: এশিয়ান গেমসে মঙ্গলবার মিয়ানমারের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু বাংলাদেশের