সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১টায় শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় এ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচও একই মাঠে ৬ মার্চ অনুষ্ঠিত হবে।
ওডিআই সিরিজ শেষে দুই দল ঢাকায় ফিরে ৯ ও ১১ মার্চ দুটি টি২০ ম্যাচের মুখোমুখি হবে।
রবিবার সিলেটে প্রথম ওডিআইতে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রানের জয় পায় বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া ৩২২ রানের জবাবে মাত্র ১৭০ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। আর এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড টাইগারদের।
মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা ও মুস্তাফিজুর রহমানের গতির পর মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের বোলিং ঘূর্ণিতে শুরু থেকেই ধুঁকতে থাকে জিম্বাবুয়ে। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন অভিষিক্ত ওয়েসলি মাধেভেরে।
এর আগে লিটন দাসের দুর্দান্ত শতক ও মোহাম্মাদ মিথুনের অর্ধ শতকের পর শেষ ওভারে সাইফুদ্দিনের ঝড়ো ২৮ রানের ইনিংসের সৌজন্যে ৬ উইকেটে ৩২১ রান করে মাশরাফির দল।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ (সম্ভাব্য): চামু চিভাভা (অধিনায়ক), টিনাশে কামুনহুকামওয়ে, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুতোম্বোজি, ডোনাল্ড তিরিপানো, ওয়েসলি মাধেভেরে, ক্রিস এমপোফু, কার্ল মুম্বা।