শুক্রবার দুপুর দেড়টা থেকে শুরু হওয়া এ ম্যাচ বাংলাদেশ ও ভারত উভয়ের জন্য প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ।
এদিকে, বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক ও ভারতের অধিনায়ক বিরাট কোহলির টসের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে এসে খেলোয়াড়দের সাথে পরিচিত হন।
ইন্দোরে প্রথম টেস্টে সফরকারীরা মাত্র তিন দিনেই ইনিংস ও ১৩০ রানের ব্যবধানে হেরে যায়। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ২১৩ রানে অলআউট হয়। আর প্রথম ইনিংসে করেছিল ১৫০ রান।
জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে মায়াঙ্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করেছিল।
এর আগে টাইগাররা তিন ম্যাচ টি২০ সিরিজে ভারতের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়। তবে প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের অসাধারণ নৈপুণ্যে প্রথমবারের মতো টি২০-তে ভারতকে হারায় বাংলাদেশ।