ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন থেকে একটি বিপন্ন প্রজাতির বনবিড়াল উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার খেয়া ঘাট ব্রিজ সংলগ্ন এলাকার ‘রেন্টাল পাওয়ার প্লান্ট’ থেকে বনবিড়ালটি বিভাগের কর্মীরা উদ্ধার করেন।
ভোলা বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, ভোলার ৩৪ দশমিক ৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্লান্টে কর্মরত সদস্যরা বনবিড়ালটি মেশিন রুমে দেখতে পায়। এ সময় সবাই মিলে বিড়ালটি আটক করে বন বিভাগের খবর দেয়। পরে বিকালে বন বিভাগের কর্মীরা বনবিড়ালটিকে উদ্ধার করে সদর উপজেলার বাঘমারা এলাকার গহীন অরণ্যে অবমুক্ত করে। তবে বিপন্ন প্রজাতির এ বনবিড়ালটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল বলে জানান তিনি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৫টি বনবিড়াল পিটিয়ে হত্যা