দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েও চিকিৎসার জন্য ব্যাংককে যাওয়া আওয়ামী লীগের সাংসদ হাজী মোহাম্মদ সেলিম আইন মেনে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, ‘হাজী সেলিম একজন সংসদ সদস্য। তিনি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল।’
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘এ বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কিছু নেই। আশা করি বিষয়টি এখন পরিষ্কার হয়েছে।’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিম সোমবার ব্যাংককের উদ্দেশে দেশ ত্যাগ করেন। হাজী সেলিমের দেশত্যাগ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
আরও পড়ুন: দুর্নীতির মামলায় হাজী সেলিমের ১০ বছর দণ্ডের রায় হাইকোর্টে বহাল
গত ১০ ফেব্রুয়ারি হাজী সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
হাইকোর্ট থেকে রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে সাংসদ আত্মসমর্পণ না করলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে এবং তার জামিন আদেশ বাতিল করতে বিচারিক আদালতকে নির্দেশ দেন হাইকোর্ট।