তার প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন জানান, বিকাল ৫টায় রষ্ট্রপতি তার সরকারি বাসভবন বঙ্গভবনে টিকা গ্রহণ করবেন।
এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনা করোনাভাইরাসের টিকা নেন।
গত ২৮ জানুয়ারি রাজধানীর ৫টি হাসপাতালে প্রথমবারের মতো করোনার টিকা দেয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়।
ইতিমধ্যেই অনেক বিশেষ ব্যক্তি ও মন্ত্রীরাও কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।
দেশব্যাপী ১০০৫টি কেন্দ্রে করোনার টিকা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: পিএসসির মাধ্যমে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মী নিয়োগের উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
দেশে করোনা শনাক্তের হার বেড়েই চলেছে
দেশে ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু কমলেও শনাক্ত আরও বেড়েছে বলে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৪৮৯ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৯১২ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৮৭ জনে পৌঁছেছে।
এর আগে সোমবার ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু এবং ৮৪৫ জনের শরীরে করোনা শনাক্তের কথা জানায় অধিদপ্তর।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৯টি পরীক্ষাগারে ১৭ হাজার ৯৭৩টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ১৭ হাজার ৭৭৫টি নমুনা।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫.১৩ শতাংশ। আগেরদিন শনাক্তের হার ছির ৪.৯৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ২২৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫ হাজার ৩৪৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমকি ৫৩ শতাংশ।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
আরও পড়ুন: নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট মন মানসিকতা পরিবর্তনের আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতির সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের সাক্ষাত
ঐক্যের আহ্বান জানিয়ে সংসদে রাষ্ট্রপতির ভাষণ
মালদ্বীপের শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নিতে পারে: রাষ্ট্রপতি