পাঁচ দিনব্যাপী আরাধনা শেষে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আজ শুক্রবার সারা দেশে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
ভক্তরা উৎসবের শেষ দিন বিজয়া দশমী উদযাপন করতে পূজা মণ্ডপে ভিড় করবেন, মন্ত্র পাঠ করবেন, দেবী দুর্গাকে ফুল দেবেন (পুস্পঞ্জলি) এবং মায়ের আশীর্বাদ প্রার্থনা করবে।
দেশজুড়ে মণ্ডপগুলি সুন্দর প্রতিমা দিয়ে সজ্জিত করা হয়েছে। বিজয়া দশমী হল মানুষের মধ্যে শান্তি ও সুসম্পর্ক পুনপ্রতিষ্ঠার বিশেষ অনুষ্ঠান।
আরও পড়ুন: কুমিল্লার ঘটনায় গ্রেপ্তার আরও এক যুবক
এ বছর রাজধানীসহ সারা দেশে প্রায় ৩২ হাজার ১১৮ টি পূজা মন্ডপে এই উৎসব পালিত হচ্ছে।
রাজধানীতে, দুর্গাদেবীর বিসর্জন উৎসবের শেষ পর্ব পর্যবেক্ষণ করতে হাজার হাজার মানুষ বুড়িগঙ্গায় ভিড় করবেন।
প্রতিমা বিসর্জনের মাধ্যমে আগামী বছর দুর্গার প্রত্যাবর্তন কামনা করে ভক্তরা তাদের অশ্রুভরা চোখে মা এবং তার সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকে বিদায় জানাবেন।
আরও পড়ুন: কুমিল্লার ঘটনায় অপরাধীদের খুঁজে বের করার আহ্বান প্রধানমন্ত্রীর
এদিকে, দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয় সেদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।
দেবী দুর্গার বোধন দিয়ে পাঁচ দিনের এই উৎসব শুরু হয়েছিল ১১ অক্টোবর।