বিসর্জন
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গোৎসব
দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হচ্ছে আজ। দেবীকে চোখের জলে বিদায় জানাতে রাজধানীতে বুড়িগঙ্গা নদীর তীরে হাজারো ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
শহরের বিভিন্ন মন্দির ও পাড়া থেকে প্রতিমা নিয়ে যাওয়া হবে নদীতে।
আরও পড়ুন: ১৫ বছর ধরে দুর্গাপূজার আয়োজন করে আসছেন নারীরা
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বর্গলোক কৈলাস ছেড়ে মর্ত্যে আসেন দেবী দুর্গা। নির্দিষ্ট তিথি পর্যন্ত বাবার বাড়িতে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ের কৈলাসে স্বামীর বাড়িতে। দেবীর অবস্থানকালে এই পাঁচ দিন পৃথিবীতে ভক্তরা ‘দেবী মা’র বন্দনা করেন।
দশমী পূজা উদযাপনের প্রধান আচারের অংশ হিসেবে এদিন নারীরা ‘সিদুঁর খেলা’য় অংশ নেন। শহরের মণ্ডপ ও মন্দিরে দুর্গার পায়ে সিঁদুর নিবেদন করেন, যা ঐতিহ্যবাহী সিঁদুর খেলার অংশ। এই আচারটি দেবী দুর্গার শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। তারপর হিন্দু নারীরা একে অপরের গায়ে সিঁদুর মাখিয়ে জীবনে সমৃদ্ধি কামনা করেন।
হাজারো মানুষ প্রতিমা বিসর্জন দেখতে জড়ো হয়। বিসর্জনকালে অনেক ভক্তের চোখে জল চলে আসে, সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্যের। আবার অনেকেই ক্ষণটিকে সুন্দর করে কাটাতে নেচে-গেয়ে উদযাপন করেন।
বিসর্জনের আয়োজন দুর্গা পূজার স্থায়ী সাংস্কৃতিক ও আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস ও ভক্তির প্রদর্শন করে।
আরও পড়ুন: শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্নের সব প্রস্তুতি নিয়েছে ডিএমপি
এবারের দুর্গাপূজায় প্রায় দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
৩ সপ্তাহ আগে
নিরাপদে প্রতিমা বিসর্জন নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে: নৌপুলিশ প্রধান
নৌপুলিশ সারাদেশে দুর্গাপূজা চলাকালীন প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে ঘাট এলাকায় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন নৌ পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক শফিকুল ইসলাম।
মঙ্গলবার (১৭ অক্টোবর) নৌপুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এসময় প্রতিমা বিসর্জনের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে বলে পর্যাপ্ত স্বেচ্ছাসেবকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য পূজা কমিটিগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, যারা সাঁতার জানেন, প্রতিমা বিসর্জনের জন্য তাদের বেছে নিতে হবে।
তিনি বলেন, ইভটিজিং ঠেকাতে পূজা মণ্ডপে সিসিটিভি বসানো হবে।
নৌ পুলিশের কঠোর পদক্ষেপের কারণে জনগণ এখন নৌপথে ডাকাতদের ভয় পায় না উল্লেখ করে তিনি বলেন, নৌপুলিশ সব নদীকে নিরাপদ রাখতে সক্ষম হবে।
আরও পড়ুন: সুনামগঞ্জে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, আটক ২: নৌপুলিশ
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা: লক্ষ্মীপুরে জেলে-নৌপুলিশ সংঘর্ষে নিহত ১
মেঘনায় নৌপুলিশের ওপর জেলেদের হামলা: আটক ৫
১ বছর আগে
প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার
জয়পুরহাট সদর উপজেলায় প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ দুই মাধ্যমিক শিক্ষার্থী লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরিরা প্রথমে শিক্ষার্থী সনজিত (২৩) ও কিছুক্ষণ পর তন্ময়কে (১৭) ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থী সনজিত বাশফোর জয়পুরহাট শহরের রেলস্টেশন রোড এলাকার শান্তিনগর মহল্লার মৃত বিশ্বজিৎ বাশফোরের ছেলে। সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: ভোলার মেঘনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
তন্ময় রজক একই এলাকার পরেশ চন্দ্রের ছেলে। সে শহরের কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র, এবার এসএসসি পরীক্ষা দিতো।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, ওই দুই শিক্ষার্থী জেলা হিন্দু ছাত্র যুব পরিষদের সক্রিয় সদস্য ছিল ।
জয়পুরহাট সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মহীউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ছয় সদস্যের ডুবুরির দল জয়পুরহাটের চকশ্যামের ছোট যমুনায় দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
তারা রাত প্রায় সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এবং অক্সিজেন (গ্যাস) সংকটের কারণে কিছু সময় বিরতি দিয়ে দ্বিতীয় দফায় অভিযান শুরু করে।
তবে প্রায় রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়েও ওই রাতে (বুধবার রাতে) কাউকে উদ্ধার করতে পারেনি তারা।
এরপর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরু করে ডুবুরিরা।
অবশেষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রথমে সঞ্জিত ও তার আধঘন্টা পর সোয়া ১০টার দিকে তন্ময়কে ছোট যমুনা নদীর ওই দুর্ঘটনাস্থলের প্রায় ১০০ মিটার দূর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, বুধবার আনুমানিক দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে জয়পুরহাটের সদর উপজেলার চকশ্যাম ব্রিজের কাছে ছোট যমুনা নদীতে কালী প্রতিমা (মূর্তি) বিসর্জন দিয়ে স্নান (গোসল) করার সময় এ নিখোঁজের ঘটনা ঘটে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় পাঠানো কনটেইনার থেকে লাশ উদ্ধার: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
লক্ষ্মীপুরে তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
২ বছর আগে
বিজয়া দশমী: দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল দুর্গাপূজা
কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সারাদেশে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।
হিন্দু বিশ্বাস অনুসারে, দেবী দুর্গা বিসর্জনের মাধ্যমে দেবালয়ের (স্বর্গ) কৈলাসে স্বামীর বাড়িতে ফিরে গিয়েছেন।
উৎসবের শেষ পর্ব দেবীর বিসর্জন দেখতে রাজধানীতে হাজার হাজার মানুষ আজ নগরীর বছিলা এলাকায় বুড়িগঙ্গা নদীতে ভিড় করেছে।
শহরের বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীরা ‘শঙ্খ’, ‘খোল’, ‘ঢাক’এর মতো বাদ্যযন্ত্রের সুরে দুর্গার স্তুতি গাইতে গাইতে প্রতিমা বহনকারী ট্রাক নিয়ে ঘাটে আসে।
পরের বছর দুর্গার প্রত্যাবর্তনের শুভেচ্ছা জানিয়ে ভক্তদের প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী মা ও তার সন্তানদের (লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ) বিদায় দিতে দেখা গেছে।
আরও পড়ুন: বিজয়া দশমী: দেবী দুর্গাকে বিদায় জানাতে প্রস্তুত বাংলাদেশ!
২ বছর আগে
আজ বিজয়া দশমী
পাঁচ দিনব্যাপী আরাধনা শেষে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আজ শুক্রবার সারা দেশে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
ভক্তরা উৎসবের শেষ দিন বিজয়া দশমী উদযাপন করতে পূজা মণ্ডপে ভিড় করবেন, মন্ত্র পাঠ করবেন, দেবী দুর্গাকে ফুল দেবেন (পুস্পঞ্জলি) এবং মায়ের আশীর্বাদ প্রার্থনা করবে।
দেশজুড়ে মণ্ডপগুলি সুন্দর প্রতিমা দিয়ে সজ্জিত করা হয়েছে। বিজয়া দশমী হল মানুষের মধ্যে শান্তি ও সুসম্পর্ক পুনপ্রতিষ্ঠার বিশেষ অনুষ্ঠান।
আরও পড়ুন: কুমিল্লার ঘটনায় গ্রেপ্তার আরও এক যুবক
এ বছর রাজধানীসহ সারা দেশে প্রায় ৩২ হাজার ১১৮ টি পূজা মন্ডপে এই উৎসব পালিত হচ্ছে।
রাজধানীতে, দুর্গাদেবীর বিসর্জন উৎসবের শেষ পর্ব পর্যবেক্ষণ করতে হাজার হাজার মানুষ বুড়িগঙ্গায় ভিড় করবেন।
প্রতিমা বিসর্জনের মাধ্যমে আগামী বছর দুর্গার প্রত্যাবর্তন কামনা করে ভক্তরা তাদের অশ্রুভরা চোখে মা এবং তার সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকে বিদায় জানাবেন।
আরও পড়ুন: কুমিল্লার ঘটনায় অপরাধীদের খুঁজে বের করার আহ্বান প্রধানমন্ত্রীর
এদিকে, দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয় সেদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।
দেবী দুর্গার বোধন দিয়ে পাঁচ দিনের এই উৎসব শুরু হয়েছিল ১১ অক্টোবর।
৩ বছর আগে