স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সোমবার জানিয়েছেন, জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালনের জন্য শহীদ মিনার এলাকাসহ দেশের সব বিভাগীয় শহর, জেলা, উপজেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
সচিবালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার ও তার আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকবে।
তিনি আরও বলেন, শহীদ মিনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিনির্বাপণসহ সব ধরনের ব্যবস্থা থাকবে। যাতে তাৎক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা যায়। শহীদ মিনার এলাকায় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, খাবার পানি সরবরাহ ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা থাকবে।
মন্ত্রিসভার বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না।’