ফরিদপুরে শহরের একটি আবাসিক হোটেলের তালাবদ্ধ কক্ষ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ৮টার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত পথিক নামের একটি আবাসিক হোটেলের তৃতীয় তলার ৩১৭ নম্বর কক্ষে লাশটি পাওয়া যায়।
মারা যাওয়া বৃদ্ধের নাম সালাম খাঁন (৬০)।
আরও পড়ুন: নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কুরসী কদমদী গ্রামের বাসিন্দা এবং আ. রহমান খানের ছেলে।
তবে, তার মৃত্যুর সঠিক কারণ কেউ জানাতে পারেনি।
জানা যায়, রবিবার সন্ধ্যায় সালাম খান ও মো. আনিচ (৪০) নামের দুই ব্যক্তি হোটেলটির তৃতীয় তলার ৩১৭ নম্বর কক্ষ ভাড়া নেন।
সেখানে তাঁরা রাতযাপন করেন।
সোমবার সারাদিন ওই কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ দেখে হোটেলের কর্মচারীদের সন্দেহ হয়।
রাত আটটার দিকে এক কর্মচারী তালা খুলে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন। কক্ষে আর কেউ ছিলেন না। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে হোটেলের কক্ষ থেকে ওই বৃদ্ধের বৃদ্ধের লাশ উদ্ধার করে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সনাতন কুমার মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মঙ্গলবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করা হয়েছে।
এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: নড়াইলের নবগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার