পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন রবিবার বলেছেন, তার মতো বয়স্করা করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছেন, তরুণরা নয়।
রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-কলেজগুলো হঠাৎ বন্ধ করে দেয়া হলে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: সরকার দেশের মানুষকে ‘আমদানিকৃত’ ভাইরাস থেকে সুরক্ষা দিতে চায়: পররাষ্ট্রমন্ত্রী
মন্ত্রী বলেন, করোনাভাইরাসের বর্তমান কেন্দ্রস্থল ইতালিতে মারা যাওয়া ৮০ শতাংশ মানুষের বয়স ৮০ এর উপরে।
যথাসময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।