ই-কমার্স প্লাটফর্ম আলাদিনের প্রদীপ ডট কমে পরিশোধের পরও পণ্য সরবরাহ না করায় দ্রুত টাকা ফেরত দেয়ার দাবিতে রবিবার মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একাংশ। এ শিক্ষার্থীরা এই ই-কমার্স প্লাটফর্মটির মাধ্যমে ক্ষুদ্র ব্যবসা করছিলেন।
শিক্ষার্থীরা বলেন, বিতর্কিত এ ই-কমার্স প্লাটফর্মকে ক্রেতাদের পক্ষে তারা অর্থ পরিশোধ করেন। তবে টাকা নিলেও পণ্য সরবরাহ করেনি কোম্পানিটি।
চলতি বছরের সেপ্টেম্বরে আলাদিনের মাধ্যমে জমা দেয়া টাকা জব্দ করা হয়। এরপর থেকে কোম্পানিটির মাধ্যমে দেয়া টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় শিক্ষার্থীদের মাঝে।
বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাওন সরকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে আমরা লকডাউনের মাঝে অর্থ উপার্জন ও পরিবারকে সহযোগিতা করতে এই ই কমার্স প্লাটফর্মের সঙ্গে যুক্ত হই।’
বিশ্ব ধর্ম ও সংস্কৃত বিভাগের শিক্ষার্থী মুশফিক বিপু বলেন, ‘আমরা খুবই শোচনীয় অবস্থায় আছি।’
এ সময় শিক্ষার্থীরা তাদের ব্যাংক হিসাব আনফ্রিজ এবং মার্চেয়েন্টদের দেয়ার জন্য তাদের পেমেন্ট দেয়ার দাবি জানান।
এছাড়া তারা আলাদিনের প্রদীপের টাকা গেটওয়ে থেকে মুক্ত করা এবং ই-কমার্সের জন্য সুষ্ঠু ব্যবসায় পরিবেশ করতে টেকসই নিরাপত্তা নীতি গ্রহণেরও দাবি জানান তারা।