ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার কথা বলে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে চক্রের মূল হোতাকে আটক করেছে র্যাব-১৪।
ভুক্তভোগীদের মামলার পরিপ্রেক্ষিতে রবিবার রাতে সদর উপজেলার বাড়ারপাড় এলাকা থেকে চক্রের মূল হোতাকে আটক করা হয়।
আরও পড়ুন: ধামরাইয়ে আশ্রয়ণ প্রকল্পের গর্তের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতারক জামান মিয়া দাপুনিয়া বাড়ারপাড় এলাকার নূরুল ইসলামের ছেলে।
সোমবার দুপুরে নগরীর আকুয়া বাইপাস র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের-১৪ এর উপ-অধিনায়ক মেজর শিশির মো. তালুকদার।
তিনি জানান, প্রতারক জামান দীর্ঘদিন যাবত গ্রামের নিরীহ মানুষের কাছ থেকে প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে অর্থ আত্মসাৎ করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
এই প্রতারক এ পর্যন্ত ৪২ জন ভূমিহীন ও দুঃস্থদের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা হাতিয়ে নেয়।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানায় র্যাব উপ-অধিনায়ক।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাং: ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়েছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প