ব্লাড ক্যান্সার আক্রান্ত শিশু মোছা. আয়শা খাতুনকে (১৩) বাঁচাতে সাহায্যের আবেদন করেছেন তার মা মোছা. আরজিনা খাতুন। শিশু আয়েশার বাবা মো. ইদ্রিস আলী পেশায় ভ্যানচালক। তারা বাংলাদেশের পাবনা জেলার বাসিন্দা।
মেয়ের চিকিৎসার জন্য সাহায্য চেয়ে আয়েশার মা জানান, আয়েশা ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গত বছরের সেপ্টেম্বর মাসে প্রথম অসুস্থ হয়ে পড়ে আয়েশা। ১৪ সেপ্টেম্বর ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করে ১৭ দিন চিকিৎসার পর আয়েশাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তারা ১৮ নভেম্বর আয়েশাকে নিয়ে ভারতে যান। ২৯ নভেম্বর থেকে ভারতের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে আয়েশা।
তার মা আরও জানায়, আয়েশার চিকিৎসার জন্য সব মিলিয়ে তাদের চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হয়ে গেছে। চিকিৎসক জানিয়েছে আরও ১৩ লাখ টাকা লাগবে। তবে, তাদের মতো দরিদ্র পরিবারের পক্ষে আয়েশার চিকিৎসার খরচ চালিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না।
তাই তিনি শিশু আয়েশাকে বাঁচাতে সমাজের সহৃদয়বান বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
আবেদন পাঠানোর ঠিকানা: আরজিনা খাতুন, হিসাবের নাম ১৪৯০১, হিসাব নম্বর ৩৯২১০১০০১৪৯০১, রূপালী ব্যাংক লিমিটেড।
আরও পড়ুন: ৩৩৩-তে সাহায্য চেয়ে রিকশাভ্যান পেলেন হাটহাজারীর প্রদীপ
এসডিজি অর্জনে সাহায্যকারী ১৭ তরুণ নেতার একজন বাংলাদেশি জাহিন