বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বি.কম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও আব্দুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বি.কম আজ দুপুরে (১৩ আগস্ট) বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আরও পড়ুন: সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ব্রাহ্মণবাড়িয়ার আ’লীগ নেতা ফরহাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক