হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মেডিকেল টিমের ইনচার্জ ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে ঢাকার বিমানবন্দরে পৌঁছার পর তাদেরকে আশকোনা হজ ক্যাম্পের কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে।
এর আগে শনিবার ইতালি থেকে ১৪২ জন বাংলাদেশি দেশে ফেরত আসে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস ইউরোপকে বর্তমানে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ‘কেন্দ্রস্থল’ বলেছেন।
আরও পড়ুন: দেশে নতুন ২ করোনাভাইরাসের রোগী শনাক্ত: স্বাস্থ্যমন্ত্রী
শনিবার বাংলাদেশে নতুন করে দুজন করোনাভাইরাস রোগী শনাক্তের কথা জানিয়েছে সরকার।
সরকার অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে এবং করোনাভাইরাস আক্রান্ত ইউরোপের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ শনিবার মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
বাংলাদেশসহ বিশ্বের ১৪৫টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাস থেকে সৃষ্ট প্রাণঘাতী ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত হয়ে রবিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৯ জনে। ওয়ার্ল্ডওমিটার্সের তথ্যানুসারে, সারা বিশ্বে শনিবার পর্যন্ত এ রোগে বিশ্বব্যাপী ১ লাখ ৫৬ হাজার ৭৪৫ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭৫ হাজার ৯৩৬ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।