ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থান কোনো দেশের বিরুদ্ধে নয় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। তিনি বলেছেন,‘ ব্যাপারটা এমন না যে তাদের নির্দিষ্ট কোনো পক্ষে থাকতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন কোনো স্নায়ু যুদ্ধ বা বিভক্তি চাইছে না।’
কসমস ফাউন্ডেশন আয়োজিত এক ভার্চুয়াল সংলাপে মূল বক্তব্য দেয়ার সময় মিলার বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় তারা কোন সংস্থা বা অংশীদারিত্বে যোগ দেবে।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের সফলতা অব্যাহত থাকুক। আমরা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব বাড়াতে চাই। কারণ আমরা বিশ্বাস করি এটি আমাদের উভয় দেশের জনগণের জন্যই কল্যাণকর হবে।’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বৃদ্ধি এই অঞ্চলে তাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য।’
কসমস গ্রুপের জনহিতকর শাখা কসমস ফাউন্ডেশন রাষ্ট্রদূতদের চলমান লেকচার সিরিজের ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক: ভবিষ্যতের পূর্বাভাস’ শীর্ষক ভার্চুয়াল এই সংলাপের আয়োজন করে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান। প্রখ্যাত কূটনীতিক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
আলোচক প্যানেলে ছিলেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) বিশিষ্ট ফেলো ও বোর্ড সদস্য সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আনম মুনিরুজ্জামান, কসমস ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ইমেরিটাস, সাবেক রাষ্ট্রদূত (অব.) তারিক এ করিম এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মো. নজিবুর রহমান।