ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আবেদ রাব্বো মনসুর হাদি বৃহস্পতিবার দেশটির প্রেসিডেনশিয়াল কাউন্সিলে তার ক্ষমতা হস্তান্তর করেছেন।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রধান কূটনৈতিক ব্যক্তিরা প্রেসিডেন্ট আবেদ রাব্বো মনসুর হাদির সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।
সিদ্ধান্তের পর দ্রুত তিন বিলিয়ন সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে এটিকে স্বাগত জানিয়েছে তারা।
আরও পড়ুন: গণবিক্ষোভের মুখে জরুরি অবস্থা প্রত্যাহার শ্রীলঙ্কার প্রেসিডেন্টের
যদিও নতুন কাউন্সিল প্রধানের সঙ্গে রিয়াদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
হাদির ঘোষণার বিষয়ে হুথিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
তবে দেশটির দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের অবসানে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রচেষ্টা দুই মাসের যুদ্ধবিরতির সঙ্গে গতি পাবে বলে ধারণা করা হচ্ছে।