তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইসরাইলের সাথে কোন কূটনৈতিক সম্পর্ক নেই, ভবিষ্যতেও হওয়ার কোন সম্ভবাবনা নেই।
তিনি বলেন, পাসপোর্ট থেকে ইসরাইলের নিষেধাজ্ঞা তুলে দেয়ার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, প্রথম পাসপোর্টে পরিবর্তনটা ইন্টারন্যাশনাল নর্মসের কারণে করা হয়েছে। কোনভাবেই এতে ইসরাইলের উল্লাসিত হওয়ার কারণ নেই। কারণ ইসরাইলের সাথে আমাদের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। ভবিষ্যতেও হওয়ার কোন সম্ভাবনা নেই।
আরও পড়ুন: ঈদে করোনামুক্তি ও ফিলিস্তিনে শান্তির জন্য তথ্যমন্ত্রীর প্রার্থনা
সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনে তথ্যমন্ত্রীর পক্ষ থেকে রাঙ্গুনিয়া উপজেলার মানুষের জন্য লাশবাহী ফ্রিজিং গাড়ি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সাংবাদিক রোজিনা যাতে ন্যায় বিচার পান তার চেষ্টা থাকবে: তথ্যমন্ত্রী
ড. হাসান বলেন, পাসপোর্টে যাই লেখা থাকুক না কেন বাংলাদেশিদের জন্য ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে। একইসাথে ইসরায়েলি পাসপোর্ট নিয়ে কেউ বাংলাদেশে আসতে পারবে না।
আরও পড়ুন: রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ভ্যানগার্ড হিসেবে কাজ করবে আ’ লীগ: তথ্যমন্ত্রী
মন্ত্রী বলেন, পৃথিবীর অনেক মুসলিম দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই, তাদের নাগরিকরা ইসরায়েল ভ্রমণ করে না তাদের পাসপোর্ট নিয়ে। কিন্তু তাদের পাসপোর্টে সেই কথাটি উল্লেখ নাই, আমাদের পাসপোর্টে যেটি উল্লেখ ছিল।