প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সর্বশেষ যুদ্ধসহ সব ধরনের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা এসব যুদ্ধ চাই না। একজন নারী রাজনীতিবিদ বা নারী প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন মা হিসেবে আমি বিশ্ব নেতাদের এই যুদ্ধগুলো বন্ধ করার আহ্বান জানাবো।’
তিনি বলেন, ‘অস্ত্র ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করুন, কারণ এগুলো নারী ও শিশুদের জন্য সবচেয়ে বেশি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।’
আরও পড়ুন: বাংলাদেশে স্ট্যান্ডার্ড এভিয়েশন নেভিগেশন সার্ভিসের জন্য আইসিএওর সহায়তা কামনা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডিতে নবনির্মিত ১২ তলা জয়িতা টাওয়ার উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
তার সরকারি বাসভবন গণভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেখ হাসিনা বলেন, এই মুহূর্তে সারাবিশ্বে সবাই যুদ্ধের হাহাকার দেখছে।
তিনি বলেন, ‘আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, এখন ইসরাইল ফিলিস্তিনে হামলা চালিয়েছে এবং ইসরায়েল ইতোমধ্যে ফিলিস্তিনের অর্ধেকেরও বেশি দখল করে নিয়েছে।’
তিনি উল্লেখ করেছেন যে তার পরিবারের সদস্যদের ও তার যুদ্ধ ও হত্যাকাণ্ড নিয়ে ভয়াবহ অভিজ্ঞতা রয়েছে।
আরও পড়ুন: গণভবনে বঙ্গবন্ধুর বায়োপিকের শিল্পী ও কলাকুশলীদের নিয়ে নৈশভোজের আয়োজন প্রধানমন্ত্রীর
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমরা দখলদার বাহিনীর হাতে বন্দী ছিলাম এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর আমরা শরণার্থী জীবনের নৃশংসতা দেখেছি।’
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি সচিব নাজমা মোবারেক এবং জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজ খান অনুষ্ঠানে বক্তৃতা দেন।
এর আগে প্রধানমন্ত্রী ধানমন্ডি ২৭ নম্বরে গিয়ে জয়িতা টাওয়ারের উদ্বোধনী ফলক উন্মোচন করেন এবং জয়িতা টাওয়ারে জামদানি গ্যালারি ও জয়িতা মার্কেট প্লেসের উদ্বোধন করেন।
আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ নিয়ে ডাকটিকিট প্রকাশ প্রধানমন্ত্রীর