বিশিষ্ট উদ্যোক্তা এবং সামাজসেবক কাজী একরাম উল্লাহ গত ১৪ মে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের স্পনসর শেয়ারহোল্ডার এবং ভাঙ্গার কাজী মাহবুবুল্লাহ কলেজের সাবেক সভাপতি ছিলেন।
মৃত্যুকালে কাজী একরাম উল্লাহ স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর ছোট ভাই।
১৬ মে (সোমবার) তার মরদেহ ঢাকায় আনার কথা রয়েছে।
১৭ মে (মঙ্গলবার) আছরের নামাজের পর লালমাটিয়া মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার কাজী একরাম উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।