গত মৌসুমে রোপা আমনের বাম্পার ফলন হয়েছে জানিয়ে তিনি বলেন, চলতি মৌসুমে বোরো ধানেরও ভালো ফলন হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
খাদ্য ও কৃষি পণ্য সরবরাহ ও বিতরণ ব্যবস্থা অটুট রাখতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও যোগ করেন শেখ হাসিনা।
পহেলা বৈশাখ ১৪২৭ উপলক্ষে সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি বেসরকারি টিভি ও রেডিও চ্যানেলগুলোতে এ ভাষণ একযোগে প্রচার করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, অনেক সদাশয় ব্যক্তি ও প্রতিষ্ঠান দরিদ্র জনগণের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন। তবে, এসব ত্রাণসামগ্রী ও সহায়তা বিচ্ছিন্নভাবে না বিলিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে শৃঙ্খলার সাথে বিতরণ করা প্রয়োজন।
তিনি বিত্তবানদের এ সহায়তা প্রদান অব্যাহত রাখার অনুরোধ জানান।
শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের মহামারি থেকে বাঁচতে সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে এবং যখন যে ব্যবস্থা নেয়া দরকার তা নেয়া হচ্ছে।