এখন থেকে তৈরি পোশাক কারখানাগুলোতে আর গ্যাস সংকট থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার (৩১ মে) সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকার নতুন জোনে অবস্থিত বিদ্যুৎ পাওয়ার প্লান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, আজ থেকে সব পোশাক কারখানায় লাইনে বাড়বে এবং চারটা নতুন এলএমজি কার্গো আনা হয়েছে এবং সরবরাহ শুরু হয়ে গেছে। তাই আজ থেকে গ্যাস সংকট থাকবে না।
তিনি আরও বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলন করার কোনো কারণ নেই এবং কোনো অচলাবস্থাও নেই। আন্দোলকারীদের যেসব দাবি দাওয়া আছে, যেগুলো যৌক্তিক, সেগুলো সমাধান করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
এর আগে, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ অফিস পরিদর্শনের পর উপদেষ্টা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের চলমান বিক্ষোভের বিষয়ে কথা বলেন।
তিনি বলেন, পল্লী বিদ্যুৎ ও গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি)-এর মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করতে আগামীকাল একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যা আগামীকাল চূড়ান্ত প্রতিবেদন দেবে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপদেষ্টা ফাওজুল কবির খান।
আরও পড়ুন: দেশে বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখতে স্মার্ট গ্রিড সিস্টেম প্রয়োজন: জ্বালানি উপদেষ্টা
তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে অস্থিতিশীল কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। বলেন, ‘আমরা এ বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং দ্রুতই সমাধান হবে। এ নিয়ে মিছিল-মিটিং করে কোনো লাভ নেই, বরং ক্ষতি হয়। এর আগেও প্রায় ২৬-২৭টি স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এটি ছিল নাশকতা। সে কারণে সরকার কিছু পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।’
পল্লীবিদ্যুৎ অফিস পরিদর্শনের সময় জ্বালানি উপদেষ্টার সঙ্গে ছিলেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ আহমেদ, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মেজর জেনারেল আজিমসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।