সেই সাথে অন্যান্য বাড়ি ও স্থাপনার মালিককে সতর্ক করা হয়েছে বলে ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ডিএনসিসির এ চিরুনি অভিযানের সপ্তম দিনে আজ মোট ১৩ হাজার ৭৭৩টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে ১৪৭টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া নয় হাজার ৭৬২টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।
গত ৬ জুন থেকে আজ পর্যন্ত এ সাত দিনে ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে মোট ৯৪ হাজার ১৩৯টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট এক হাজার ১৩১টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায় এবং ৬৫ হাজার ৭৪৩টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।
এ সাত দিনে মোট ১০ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে যেসব বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা কিংবা মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে তার ছবি, ঠিকানা, মোবাইল নম্বরসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে একটি অ্যাপে সংরক্ষণ করা হচ্ছে। এ নিয়ে একটি ডাটাবেস তৈরি হবে। এর ফলে পরবর্তীতেও তাদের মনিটর করা সহজ হবে।