বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করার জন্য এবছর ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সুযোগ পাবেন।
এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার এবং সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন হজযাত্রী যেতে পারবেন।
রবিবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে হজ সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয় এক সভায় এ তথ্য জানানো হয়।
সম্প্রতি, সরকার হজের বিষয়ে সৌদি সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
বৈঠকে ২০২০ সালে হজ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য একটি হজ ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে।
কমিটি হজ যাত্রীদের আরো উন্নত চিকিৎসা সেবা দেয়ার জন্য হজের মেডিকেল টিমে মেডিকেল ডিপ্লোমা সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেয়ার সুপারিশ করেছে।