এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সামাদ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক জানান, বেলা দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
তিনি ইউএনবিকে বলেন, ‘সামাদ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।’
আরও পড়ুন: করোনায় মারা গেলেন আ’ লীগের সংসদ সদস্য সামাদ
সিলেট-৩ আসন থেকে তিনবার নির্বাচিত এমপি রবিবার থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এবং সোমবার কোভিড-১৯ পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী ছাড়াও গভীর শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রমুখ।
আরও পড়ুন: এইচ টি ইমাম মারা গেছেন
এইচ টি ইমামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এটিএম শামসুজ্জামান অভিনয় দিয়ে দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন: প্রধানমন্ত্রী