দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত চারটি পরীক্ষা গ্রহণে সংশোধিত নতুন রুটিন ঘোষণা করা হয়েছে। আগামী ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত টানা চারদিন গণিত, কৃষি শিক্ষা, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার দুপুরে এই নতুন রুটিন ঘোষণা করেছেন শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
পাশাপাশি প্রশ্ন ফাঁসের ঘটনায় কাজ শুরু করেছে তদন্ত কমিটি
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম জানান, আগের সূচি অনুযায়ী সঠিক সময়ে ফলাফল ঘোষণার সুবিধার্থে সংশোধিত রুটিন প্রণয়ন করেছেন তারা।
আরও পড়ুন: দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৭১.৭৮ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৪,০৪৯ জন
সূচি অনুযায়ী- ২২ সেপ্টেম্বরে গণিত ( আবশ্যিক ব্ষিয়ের পরীক্ষা ১০ অক্টোবর, ২৫ সেপ্টেম্বরের কৃষি শিক্ষা (তত্ত্বীয়) পরীক্ষা ১১ অক্টোবর, ২৪ সেপ্টেম্বরের পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা ১২ অক্টোবর এবং ২৬ সেপ্টেম্বরের রসায়ন (তত্ত্বীয়) পরীক্ষা ১৩ অক্টোবর গ্রহণ করা হবে।
পরীক্ষা শুরু হবে সকাল ১১টায়েএবং শেষ হবে দুপুর ১টায়। পাশাপাশি ব্যবহারিক পরীক্ষ ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে পরিবর্তীত সময়সূচি অনুযায়ী ১৫ -২০ অক্টোবরের মধ্যে গ্রহণ করবেন তারা।
এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ফারাজ উদ্দিন তালুকদারকে আহ্বায়ক, শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর হারুন উর রশিদ এবং রংপরের অঞ্চলিক শিক্ষা অফিসের উপপরিচালক আশরাফুজ্জামানকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার কমিটির সদস্যরা ঘটনাস্থল কুড়িগ্রাম পরিদর্শন করছেন। জেলা ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে প্রয়েজনীয় তথ্য সংগ্রহ করবেন তারা। এতে জড়িত প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন তারা।
আরও পড়ুন: দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫