কক্সবাজারে ইউএন ওম্যান নামে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত মার্কিন এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তারেকুর রহমান প্রকাশ ওরফে সোইল্যা তারেককে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে শহরের শহীদ সরণীর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ধর্ষণের শিকার চিকিৎসাধীন শিশুটি চোখের পাতা নেড়েছে: প্রেস উইং
তারেক কক্সবাজার শহরের মোহাজের পাড়ার মোহাম্মদ ফরিদের ছেলে।
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সাইফউদ্দিন শাহীন বলেন, ইউএন ওম্যান নামের সংস্থার কর্মরত যুক্তরাষ্ট্রের এক নারী ও তার অপর এক সহকর্মীকে সঙ্গে নিয়ে আজ সকাল ১০টার দিকে শহরে হেঁটে যাওয়ার সময় ঘটনাস্থলে ওই যুবক গতিরোধ করে ঝাপটে ধরেন। একই সঙ্গে তার শরীরের বিভিন্ন অংশ হাত দিয়ে শ্লীলতাহানি করেন। বিষয়টি পরবর্তীতে তিনি পুলিশকে জানালে পুলিশ বিকাল ৪টার দিকে শহরের ঝাউতলা থেকে অভিযুক্তকে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।