পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে ৬ষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও উদ্ধার কর্মীরা। শুক্রবার সকাল ৬টায় করতোয়া নদীর আউলিয়ার ঘাট এলাকা থেকে ৩টি দলে বিভক্ত হয়ে প্রায় ৭০ জন উদ্ধারকর্মী নদীর ভাটি অংশে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দুটি সাইকেল পাওয়া গেছে।
আরও পড়ুন: করতোয়ায় ট্রলারডুবি: নিহত বেড়ে ২৫
নতুন করে আর কোন লাশ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন পঞ্চগড় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহাবুবুল আলম।
তিনি জানান, গতকাল ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৬৯ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।
মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে জেলা প্রশাসনের স্থাপিত জরুরি তথ্য ও সহায়তা কেন্দ্রের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত তিনজন নিঁখোজ রয়েছেন।
অন্যদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত দল তিন কার্যদিবসের মধ্যে পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে রির্পোট দাখিল করবেন। শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় আগামী রবিবার তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে জানিয়েছেন তদন্ত টিমের প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার রায়।