স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভয়ের কোনো কারণ নেই,আজকের পরও প্রথম ডোজসহ সকল ডোজই চালু থাকবে। এনিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। আমাদের কাছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত টিকা রয়েছে। যত টিকাই লাগে আমরা দিতে পারব। টিকা অতিরিক্ত হয়ে গেলে আমরা অন্য যেসব দেশ টিকা পায়নি, তাদের দিয়ে দিতে পারবো।
শনিবার বেলা তিনটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদে গণটিকা কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে গণটিকা নিতে কেন্দ্রে ভিড়, ভোগান্তিতে মানুষ
গড়পাড়া ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী, জেলা ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, আজকের বিশেষ এই টিকা কার্যক্রমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। গণটিকার আজকের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই বিশেষ টিকা কার্যক্রমের মধ্য দিয়ে দেশে টিকা গ্রহণকারীর সংখ্যা হবে প্রায় ১২ কোটি।
তিনি বলেন, দেশে টিকা নেয়ার কারণে করোনায় সংক্রমিত মানুষের মৃত্যুর হার কমেছে। সংক্রমণও দিন দিন কমে যাচ্ছে। ধীরে ধীরে দেশ করোনার থাবা থেকে দেশ মুক্ত হবে।