করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বন্ধ করে দেয়া হয়েছে।
হাসপাতালের পরিচালক নাজমুল ইসলাম জানান, আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন তিন রোগীর আগের রাতে করোনা সংক্রমণ ধরা পড়ায় তারা বুধবার সকালে ইউনিটটি বন্ধ করে দেন।
বারডেমে প্রথম করোনা রোগী ধরা পড়ে ২০ এপ্রিল। ওই রোগী আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন।
তার সম্পর্কে ডা. নাজমুল জানান, ৬২ বছর বয়সী ওই ব্যক্তি বিভ্ন্নি শারীরিক সমস্যা নিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহে হাসপাতালে ভর্তি হন। কয়েক দিন পরে তিনি ভালো বোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়। তিনি ১৩ এপ্রিল পুনরায় বারডেমে আসেন। তখন কোভিড-১৯ নেগেটিভের সনদ নিয়ে আসা তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ ২০ এপ্রিল তার নমুনা পুনরায় পরীক্ষা করে দেখে তিনি করোনায় আক্রান্ত। পরে আইসিইউতে থাকা আরও পাঁচ রোগীর নমুনা পরীক্ষা করে দেখা যায় তাদের মধ্যে তিনজন একই ভাইরাসে আক্রান্ত।