আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্র জানায়, মঙ্গলবার প্রয়োজনীয় সমন্বয়ের পরে সেনাবাহিনী বুধবার থেকে ‘নাগরিকদের সহায়তায়’ মাঠ পর্যায়ে কাজ শুরু করে।
সেনাবাহিনী বাইরে ক্যাম্প স্থাপন না করে স্থানীয় সেনানিবাস থেকে ৬১ জেলায় কাজ করছে।
আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, বৃহস্পতিবার সেনাবাহিনীর আড়াই হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হয়। ‘সেনাবাহিনীর মোট ২৯০টি দল করোনাভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের সাথে কাজ করছে। তারা ক্যাম্প স্থাপন না করেই স্থানীয় সেনানিবাস থেকে কার্যক্রম চালাচ্ছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপকূলীয় জেলাগুলোতে নৌবাহিনীর সদস্যরা কাজ করছেন বলে সেখানে সেনাবাহিনী রাখা হয়নি।
জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেনাবাহিনী বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের জন্য জনগণকে উৎসাহিত করছে। এছাড়া প্রবাসফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের বিষয়টিও তারা পর্যবেক্ষণ করছেন বলে আইএসপিআর পরিচালক জানান।