করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে বাংলাদেশ পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়ে, মো. রাসেল বিশ্বাস (৩৫) নামে মারা যাওয়া ব্যক্তি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
গত ২৪ মে রাসেলের করোনাভাইরাস ধরা পড়ে এবং চিকিৎসাধীন অবস্থায় ইমপালস হাসপাতালে তিনি মারা যান।
এদিকে, রাসেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ এবং লাশ দাফনে রাসেলের মরদেহ তার নিজ শহর বাগেরহাটে পাঠানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, রাসেলের মৃত্যুর মধ্য দিয়ে এ পর্যন্ত দেশে মোট ১৫ জন পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২৮মে পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ৪ হাজর ২৫৮ জন। এর মধ্যে ১ হাজার ৫১৪ জন ডিএমপির।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২ হাজার ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া এ ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের।