সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টোনি জে. ব্লিনকেনের কাছে পাঠানো এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কলিন পাওয়েল ছিলেন একজন মহান নেতা ও যোদ্ধা, যিনি তার পুরো জীবন নিজ দেশের সেবায় উৎসর্গ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সমকালীন বৈদেশিক নীতি নির্ধারণে তার অগ্রণী ভূমিকাসহ অনেক অবদানের জন্য কলিন পাওয়েল স্মরণীয় হয়ে থাকবেন।’
মোমেন বলেন, পাওয়েল তার কাজ এবং কূটনৈতিক দক্ষতার জন্য দেশে বিদেশে খ্যাতি অর্জন করেছেন। ইরাকের কাছে 'ব্যাপক বিধ্বংসী অস্ত্রসম্ভার' থাকার ভুল তথ্যের বিষয়টি স্বীকার করে নেয়ার মতো নৈতিক সাহসও তিনি দেখিয়েছেন।
পড়ুন: ইরাক যুদ্ধের অন্যতম পরিকল্পনাকারী কলিন পাওয়েলের মৃত্যু
শোকবার্তায় ড. মোমেন পাওয়েলের মৃত্যুতে অপূরণীয় ক্ষতির জন্য তার শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান।
গত সোমবার রাতে কলিন পাওয়েল (৮৪) মারা যান। করোনা জটিলতায় তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
পড়ুন: শিশুদের সুন্দর জীবন নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী