কারসাজি ঠেকাতে ও চালের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে প্রয়োজনে আমদানি শুল্ক কমিয়ে বিদেশ থেকে চাল আমদানি করা হবে বলে জানিয়েছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে এবং কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে।
এরপরও চালের বাজার অস্থিতিশীল করা হলে এবং চালকল মালিকরা সরকারের সাথে করা চুক্তি অনুযায়ী সরকারি খাদ্যগুদামে সঠিক সময়ের মধ্যে চাল সরবরাহ করতে গড়িমসি করলে কৃষকের স্বার্থ ও চালের বাজার দর উভয়ের মধ্যে সমন্বয় করে প্রয়োজনে আমদানি শুল্ক কমিয়ে প্রয়োজন মতো চাল বিদেশ থেকে আমদানি করার কথা ভাবছে সরকার।
এর আগে খাদ্যমন্ত্রী বলেন, ‘এখন ভরা মৌসুমে চালের বাজার অস্থিতিশীল করা হলে প্রয়োজনে সরকারিভাবেই চাল আমদানি করার ব্যবস্থা গ্রহণ করা হবে।’