কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ আলমকে (২৬) কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাত পৌনে ১টার দিকে শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
আরও পড়ুন: নোয়াখালীতে ছাত্র হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত তিনি। কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব সূত্র জানায়, কোটাবিরোধী আন্দোলন চলাকালে তিনি কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যান।
র্যাবের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয় করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা শ্যামল মিয়া বলেন, আসামিকে কাশিমপুর কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।