সোমবারের এ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে থাকছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।
সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক ভবন, আবাসিক হল ও প্রধান ফটকে আলোকসজ্জা করা হয়েছে।
সমাবর্তনে অংশ নেয়া শিক্ষার্থীরা ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশে সমাবর্তন পোশাক, টুপি ও ব্যাগ সংগ্রহ করেছেন।
মোট ২ হাজার ৮৮৮ জন স্নাতক সমাবর্তনে যোগ দিচ্ছেন। তাদের মধ্যে ১৪ জন স্বর্ণপদক পাবেন বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।
দেশের ২৬তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে কুবি সাতটি বিভাগ নিয়ে ২০০৬ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে এখানে ১৯ বিভাগে ২৫৩ শিক্ষক এবং ৭ হাজার ৫৫ শিক্ষার্থী রয়েছেন।