কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের আস্থা নগর গ্রামে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে চার জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- মৃত হোসেন আলীর ছেলে কাশেম (৫০), দাদি মণ্ডলের ছেলে লাল্টু (৩০), আব্দুল মালিথার ছেলে রহিম (৫০) ও আফজাল মণ্ডলের ছেলে মতিয়ার (৪০)।
আরও পড়ুন: সালথায় ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫
সোমবার ইফতারের কয়েক মিনিট আগে ফজলু মন্ডলের অনুসারীদের সঙ্গে ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাসের অনুসারীদের সংঘর্ষ হয়।
সংঘর্ষের সময় স্থানীয়দের অস্ত্রের আঘাতে চার জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: সিলেটে ফুটবল সমর্থকদের লড়াই: হাসপাতালে আহত রেফারির মৃত্যু
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খায়রুল আলম জানান, সংঘর্ষে চারজন নিহত এবং উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকায় উত্তেজনা চলছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।