রাজধানীর কেরানীগঞ্জ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সন্দেহভাজন পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) একটি বিশেষ দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মিঠুন রহমান ওরফে মিঠু (২৯), সাকিব আল হাসান (১৯), মোহাম্মদ আব্দুস শুকুর সোহাগ (২১), মোহাম্মদ জাবের (২৫) ও মো. ওমর ফারুক (১৯)।
এটিইউ এর পুলিশ সুপার (এসপি-মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এটিইউ সদস্যরা রাজধানীর শেরে বাংলা নগর এলাকা থেকে মিঠুকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট ও পাঁচটি ধর্মীয় উগ্রবাদী বই উদ্ধার করে।
আরও পড়ুন: খুলনায় আনসার আল ইসলামের দুই সদস্য আটক
মিঠুর বক্তব্যের ভিত্তিতে কেরানীগঞ্জের হযরতপুর এলাকা থেকে সাকিব আল হাসানকে একটি মোবাইল ফোন সেট ও দুটি ধর্মীয় উগ্রবাদী বইসহ আটক করে পুলিশ বিশেষায়িত ইউনিটের সদস্যরা।
পরে মিঠু ও সাকিবের দেয়া তথ্যের ভিত্তিতে এটিইউ সদস্যরা সোহাগ, জাবের ও ফারুককে গ্রেপ্তার করে বলে জানান আসলাম খান।
এদের মধ্যে সোহাগ ও জাবের হবিগঞ্জ ও লক্ষ্মীপুর থেকে ২৯ অক্টোবর ঢাকায় আসেন।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইনে চরমপন্থা নিয়ে অপপ্রচারে জড়িত ছিল। তারা নাশকতামূলক কার্যকলাপের পরিকল্পনা এবং চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে দেয়ার জন্য একটি সুরক্ষিত টেলিগ্রাম গ্রুপ খুলে চ্যাট করত।
তাদের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।